GPAY কিভাবে কাজ করে?
GPAY ব্যবহারের ক্ষেত্রে, গ্রাহকগণ অ্যাপ স্টোর/গুগল স্টোর থেকে GPAY মোবাইল অ্যাপ ডাউনলোড এবং এই অ্যাপটির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। গ্রাহকগণ চাইলে যেকোনো মোবাইল হ্যান্ডসেট থেকে *৭৭৭# ডায়াল করে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে, গ্রাহকগণ উপরে উল্লিখিত যেকোনো সার্ভিসের বিল পরিশোধ করতে পারবেন। GPAY ওয়ালেট রিফিল করতে গ্রাহকগণ তাদের ব্যাংক অ্যাকাউন্ট (রকেট, এবি ব্যাংক, ইসলামি ব্যাংক) অথবা যেকোনো মোবিক্যাশ আউটলেট ব্যবহার করতে পারবেন।
GPAY Easy Registration
Step 1Step 2Step 3Step 4Step 5