২৯ অক্টোবর ২০২১
২০১৪ সাল থেকে গ্রামীণফোন অনলাইন নিরাপত্তা নিয়ে কাজ করছে এবং বিগত বছরগুলোতে এই ক্ষেত্রে বিভিন্ন স্বীকৃতি অর্জন করেছে। অনলাইন নিরাপত্তা নিশ্চিতকরণে আমাদের প্রচেষ্টা ও অবদানের জন্য সিএসআর অ্যাওয়ার্ড কর্তৃক মনোনয়ন লাভ আমাদের অর্জনে নতুন মাত্রা যোগ করেছে। সারা দেশের শিশুদের সুরক্ষিত রাখতে এবং ডিজিটাল স্পেস সম্পর্কে তাদের আরও সাবধান ও সচেতন করে তুলতে ‘চাইল্ড অনলাইন সেইফটি’ বা শিশুদের অনলাইন নিরাপত্তা বিষয়ক উদ্যোগটি গ্রহণ করা হয়। এছাড়াও, এই উদ্যোগ শিশুদের বিকাশ ও তাদের স্বপ্ন বাস্তবায়িত করতে সাহায্য করবে এমন একটি ইকো-সিস্টেম গড়ে তুলতে মা-বাবা ও অভিভাবকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। এই উদ্যোগের মাধ্যমে আজকের শিশুদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হবে এবং এই প্রকল্পকে সামনে এগিয়ে নিতে অনুপ্রাণিত করে এমন স্বীকৃতি অর্জন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
দ্য ডেইলি স্টার ও সিএসআর উইন্ডো বাংলাদেশ যৌথভাবে সিএসআর অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। এটি এমন একটি প্ল্যাটফর্ম যা ব্যক্তি, উদ্যোক্তা, কর্পোরেট, বেসরকারি বা সামাজিক সংস্থাকে সমাজের উপকারে আসে এমন আইডিয়া বাস্তবায়নে উৎসাহিত করে এবং অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপনে সক্ষম এমন ইতিবাচক উদ্যোগ বা প্রকল্পগুলোকে স্বীকৃতি প্রদান করে। বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও এজেন্সির ব্যতিক্রমী কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা উদ্যোগগুলোকে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়।
চাইল্ড অনলাইন সেইফটি উদ্যোগ এখন পর্যন্ত ২৫ লাখের বেশি স্কুল শিক্ষার্থী এবং প্রান্তিক কিশোরীদের প্রশিক্ষণ প্রদান করেছে, প্রশিক্ষণ ও সহজ কনটেন্ট বা রিসোর্সের মাধ্যমে ২ লাখ বাবা-মা ও শিক্ষককে এ সংশ্লিষ্ট জ্ঞান প্রদানের মাধ্যমে তাদের ক্ষমতায়নে কাজ করেছে এবং নির্ধারিত নীতিমালা সম্পর্কে অবহিত করার লক্ষ্যে বিশেষজ্ঞ ও ব্যবহারকারীদের মাঝে একাধিক সংলাপ ও আলোচনার আয়োজন করেছে। এছাড়াও, এই উদ্যোগ ক্যাম্পেইন ও প্রচার-প্রচারণার মাধ্যমে দেশজুড়ে সচেতনতা তৈরি করেছে।