মার্সেল, ওয়ালটন গ্রুপের অধীনে একটি গর্বিত বাংলাদেশি ইলেকট্রনিক্স ব্র্যান্ড, আপনার দৈনন্দিন জীবনে বিশ্বমানের উদ্ভাবন নিয়ে আসে। উন্নত রেফ্রিজারেটর ও এনার্জি-এফিশিয়েন্ট এয়ার কন্ডিশনার থেকে শুরু করে স্মার্ট টেলিভিশন ও হোম অ্যাপ্লায়েন্স—মার্সেল অত্যাধুনিক প্রযুক্তি ও নির্ভরযোগ্যতার সমন্বয় ঘটিয়েছে।
এখন GP STAR গ্রাহকদের জন্য রয়েছে অতিরিক্ত সুবিধা—উন্নতমান, আধুনিক ডিজাইন এবং নির্ভরযোগ্য পারফরম্যান্স উপভোগ করুন বিশেষ প্রিভিলেজসহ। GPStar গ্রাহক হিসেবে আপনি মার্সেল আউটলেটসমূহ থেকে এসি, টিভি, এয়ার কুলার, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর ও ফ্রিজার—এসব পণ্যে ১০% ছাড় উপভোগ করতে পারবেন।
• অফারটি পেতে: টাইপ করুন: MARCEL<> বিল পরিমাণ এবং পাঠিয়ে দিন ২৯০০০ নম্বরে।
*ইতোমধ্যে ডিসকাউন্ট বা অফারে থাকা পণ্যের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়।
• এই প্রিভিলেজ সকল GPStar গ্রাহকদের জন্য প্রযোজ্য।
হটলাইন: ০৮০০০০১৭২৭৭
ফেসবুক: https://www.facebook.com/MarcelBangladesh
ওয়েবসাইট: https://marcelbd.com/
অফার বৈধ থাকবে: ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত





















