ফ্যান্টাস্টিক ফ্রাইডে ক্যাম্পেইন:
অপেক্ষার সময় শেষ—ফ্যান্টাস্টিক ফ্রাইডে আবার ফিরে এসেছে, এবং GPStar গ্রাহকরা এক চমৎকার সারপ্রাইজের জন্য প্রস্তুত!
প্রতি শুক্রবার প্রথম ২০০ GPStar গ্রাহক একটি বিনামূল্যে এক মাসের Foodpanda PandaPro সাবস্ক্রিপশন পেয়ে যাবেন, যা instant redemption অর্থাৎ তাত্ক্ষণিক রিডিমের জন্য উপলব্ধ হবে MyGP অ্যাপের মাধ্যমে।
ভিজিট করুন: https://mygp.li/friday
শর্তাবলী:
- এই ক্যাম্পেইনটি ১৫ই আগস্ট ২০২৫ থেকে প্রতি শুক্রবার, বিকাল ৪টা থেকে রাত ১১.৫৯টা পর্যন্ত চলবে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত।
- ক্যাম্পেইন চলাকালীন প্রতি শুক্রবারে, প্রথম ২০০ জিপিস্টার গ্রাহকরা MyGP অ্যাপ থেকে Foodpanda PandaPro ১ মাসের সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন।
- ভাউচার কোডটি MyGP অ্যাপে উপলব্ধ হবে যা পরে Foodpanda প্ল্যাটফর্মে ১ মাসের ফ্রি PandaPro সাবস্ক্রিপশন পাওয়ার জন্য ব্যবহার করা যাবে।
- PandaPro ভাউচার ইস্যুর তারিখ থেকে ৬ মাসের জন্য বৈধ
- ক্যাম্পেইনটি শুধুমাত্র জিপিস্টার গ্রাহকদের জন্যে প্রযোজ্য, যদি তারা ক্যাম্পেইনের নির্দিষ্ট শর্ত পূরণ করে।
- এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য, আপনাকে জিপিস্টার গ্রাহক হতে হবে এবং ক্যাম্পেইন চলাকালীন প্রতি শুক্রবারের প্রথম ২০০ জন জিপিস্টার ভাউচার পাওয়ার সুযোগ পাবেন ।
- এই অফারটি কেবলমাত্র MyGP অ্যাপের মাধ্যমেই গ্রহণ করতে পারবেন ।
- ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক একবারই অংশগ্রহণ করতে পারবেন।
- প্রত্যেক ভাউচার বিজয়ীকে MyGP নোটিফিকেশনের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে জানানো হবে।
- গ্রামীণফোনের নির্বাচিত পদ্ধতি মাধ্যমে বিজয়ীর কাছে প্রচারাভিযানের শেষের ৭ দিনের মধ্যে ভাউচার হস্তান্তর করা হবে।
- প্রতিদিনের বিজয়ী কে ৭২ ঘন্টার মধ্যে নোটিফিকেশন এর মাধ্যমে জানানো হবে।
- গ্রামীণফোনের নির্ধারিত মাধ্যমে গ্রাহককে ৭ দিনের ভিতরে ভাউচার বিতরণ করা হবে ।
- যদি আপনি Foodpanda থেকে ফ্রি ট্রায়েলের জন্য উপযুক্ত হন, ফ্রি ট্রায়েল সময়সীমা শেষে আপনি এই ভাউচারটি ব্যবহার করতে পারবেন।
- গ্রামীণফোন যেকোনো মুহূর্তে ক্যাম্পেইনের নিয়ম ও সময়কাল পরিবর্তন করার অধিকার রাখে।