গ্রামীণফোন গ্রাহকরা এজেন্ট পয়েন্ট এবং ডিজিটাল চ্যানেল দু’ভাবেই তাদের GPAY ওয়ালেট রিফিল করতে পারবেন।
গ্রাহকরা চাইলেই গ্রামীণফোন সেন্টার, Billpay রিটেইল পয়েন্ট এবং জিপি এক্সপ্রেস থেকে ওয়ালেট ক্যাশ-ইন করতে পারবেন।
ডিজিটাল পদ্ধতিতে GPAY ওয়ালেট রিফিল করতে গ্রাহকরা যেকোনো ব্যাংকের ভিসা/মাস্টার কার্ড এবং অ্যামেক্স কার্ড থেকে ওয়ালেট ক্যাশ-ইন করতে পারবেন। অন্যান্য MFS ওয়ালেট যেমন রকেট এবং mCash ইত্যাদির মাধ্যমেও GPAY ওয়ালেট রিচার্জ করতে পারবেন।
এর পাশাপাশি গ্রাহকরা এবি ব্যাংক, ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক অথবা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে GPAY ওয়ালেটে ক্যাশ-ইন করতে পারবেন।