জিপে অ্যাপ ফিচার

সহজ, ফাস্ট ও নিরাপদ মোবাইল রিচার্জ এবং বিল পেমেন্ট এর জন্য আপনার লাইফ সহজ করতে জিপে অ্যাপ-এ রয়েছে ২০ টি হিডেন ফিচার

১। গেস্ট মোড:
  • জিপে লগইন পেইজ এর কথা দিয়ে শুরু করা যাক। আপনি অবশ্যই লগইন পেইজ থেকে পিন প্রবেশ করে সাইন-আপ করতে পারবেন কিন্তু আপনার সুবিধার জন্য আরেকটি লুকানো ফিচার রয়েছে। জিপে অ্যাপটি আপনার জন্য উপযোগী কিনা তা দেখার একটি উপায় রয়েছে। আপনি অ্যাপটি ডাউনলোড করে গেস্ট অপশন ব্যবহার করে অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন। আপনি এক্ষেত্রে কোন ট্র্যানজেকশন করতে পারবেন না কিন্তু অ্যাপটির ফিচারগুলোর এক্সপেরিয়েন্স নিতে পারবেন। পছন্দ হলে আপনি অ্যাপটিতে সাইন-আপ করে ব্যবহার করা শুরু করতে পারবেন।
২। নতুন সিম্পল জিপে রেজিস্ট্রেশন:
  • অ্যাপনি যদি গ্রামীণফোন এর রেজিস্টার্ড MSISDN থাকে, তাহলে যেকোনো অ্যান্ডরয়েড বা IOS স্মার্টফোন ব্যবহার করে সাইনআপ করে ওয়ালেট ক্রিয়েট করুন। এর জন্য গুগল প্লেস্টোর অথবা অ্যাপ স্টোর থেকে জিপে অ্যাপ ডাউনলোড করে ‘create wallet’ সিলেক্ট করুন, আপনার মোবাইল নম্বরটি প্রবেশ করুন, আপনার পিন নাম্বারটি দিন। ব্যাস হয়ে গেল আপনার ওয়ালেট!
  • সাইন-আপ এর পর যেকোনো সময় আপনি আপনার পিন নম্বর দিয়ে জিপে ওয়ালেটে লগইন করতে পারবেন। কিন্তু সাইন-আপ করার পর আপনার পিনটি পরিবর্তন করে ফেলুন। এটি আপনার অ্যাকাউন্টের সেইফটির জন্য জরুরী।
৩। ফেভারিট্‌স:

বিল পেমেন্টের জন্য অথবা কারো মোবাইল রিচার্জ করার জন্য বিল অ্যাকাউন্ট নম্বর মনে রাখার কোন প্রয়োজন নেই। ফেভারিট ফিচারটি ব্যবহার করে আপনার সব গুরুত্বপূর্ণ নম্বরগুলো এখন এক জায়গায় পেয়ে যাচ্ছেন। বিল পেমেন্টের জন্য নির্ধারিত পেইজটিতে যেয়ে অ্যাকাউন্ট নম্বরটি লিখুন এবং ডানদিকে উপরের কর্নারে ফেভারিট আইকনটিতে প্রেস করুন। আপনার নম্বরটি ফেভারিট্‌স-এ সেভ হয়ে যাবে। প্রয়োজনে আপনার অন্যান্য প্রয়োজনীয় কন্ট্যাক্ট একইভাবে সেভ করে রাখতে পারবেন। এরপর যেকোনো সময় জিপে অ্যাপের হোমপেজ এর নিচের গোল বাটনটিতে প্রেস করে আপনার ফেভারিট্‌স অ্যাক্সেস করতে পারবেন।

৪। ডায়নামিক পর্সোনালাইজড মেনু:
  • আপনার সাম্প্রতিক বিল পেমেন্ট অ্যাকাউন্ট নম্বর, মোবাইল রিচার্জ নম্বর সহজেই অ্যাক্সেক করার জন্য হোমপেইজ-এর উপরে প্রদর্শিত হবে। বারবার নম্বরগুলো না লিখে শুধু ট্যাপ করার মাধ্যমেই আপনি এখন আপনার ট্র্যানজেকশনের কাজটি করে ফেলতে পারবেন।
৫। বিল স্ট্যাটাস চেক (ফ্রি সার্ভিস)
  • জিপে অ্যাপের এই ফিচারটি দিয়ে কোন একটি বিল পরিশোধ করা হয়েছে কিনা তা চেক করতে পারবেন। এর জন্য ট্যাপ করে মেনুতে প্রবেশ করুন অথবা পেন্ডিং বিলে ট্যাপ করে বিল স্ট্যাটাস চেক করুন। এরপর প্রয়োজনীয় ইনফরমেশন প্রবেশ করলে আপনি বিল স্ট্যাটাস জানতে পারবেন
৬। মাত্র একটি ক্লিকেই এখন আপনার ইউটিলিটি বিল পে করুন:
  • আপনি আপনার জিপে ওয়ালেট থেকে যেকোনো সময় প্রিপেইড ইলেকট্রিসিটি বিল পরিশোধ করতে পারবেন।
  • এছাড়াও আপনি আপনার সব ইলেকট্রিক পোস্টপেইড, পানি, গ্যাস বিল জিপে-এর মাধ্যমে শোধ করতে পারবেন। এর জন্য একাধিক অ্যাপ ব্যবহার করার দরকার নেই।
  • আপনি এখন পপুলার কেব্‌ল টিভির বিল এবং ইন্টারনেট বিল জিপে অ্যাপ দিয়ে পরিশোধ করতে পারবেন।
৭। জিপে ওয়ালেট রিফিল/ওয়ালেট ক্যাশ ইন:
  • জিপে ওয়ালেট কিভাবে রিফিল করবেন তা নিয়ে চিন্তিত? এখন আপনি সহজেই আপনার ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং (যেমন: রকেট ইত্যাদি), নিকটস্থ জিপিসি বা জিপি এক্সপ্রেস ভিজিট করে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে অথবা জিপে রেজিস্টার্ড রিটেইলার এর কাছ থেকে ওয়ালেট ক্যাশ করতে পারবেন।
৮। যেকোনো ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে এখন জিপে রিফিল কর পারবেন:
  • কোন চার্জ ছাড়াই যেকোনো ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে এখন আপনার জিপে ওয়ালেট রিফিল করতে পারছেন। আমরা এজন্য EBL পেমেন্ট গেটওয়ে ব্যবহার করি যা সম্পূর্ণ নিরাপদ।
৯। মোবাইল রিচার্জ:
  • আপনার নিজের বা বন্ধুর পরিবারের কারো ফোন রিচার্জ করতে হলে তা GP/Skitto নম্বর দিয়ে এখন সহজেই করতে পারবেন 24/7 ইন্সট্যান্টলি!
  • ভয়েস/ডাটা/রেট কাটার অফার দেখার জন্য অন্য কোনখানে যাবার প্রয়োজন নেই! মোবাইল রিচার্জ টাইপটি সিলেক্ট করলেই সংশ্লিষ্ট অফারসমূহ মোবাইল রিচার্জ পেইজের নিচে দেখতে পারবেন। আর এখন জিপে ওয়ালেট কাস্টমারদের জন্য জিপে দিচ্ছে কিছু স্পেশাল মাইক্রো প্যাক। অন্যান্য অফারের সাথে এই অফারগুলোও চেক করে নিন!
১০। ইন অ্যাপ নোটিফিকেশন:
  • এই ফিচারটির মাধ্যমে আপনি জিপে অ্যাপের ব্যাপারে সব ইনফর্মেশন পেয়ে যাবেন। এজন্য অফার আইকনে ট্যাপ করে নোটিফিকেশনে যান।
  • জিপের ইউজারদের জন্য সব বর্তমান অফারসমূহ এবং সার্ভিস দেখতে জিপে হোম স্ক্রিনের উপরের বাম দিকের কর্নারে গিফ্‌ট আইটেমে ক্লিক করুন।
১১। ইন্সট্যান্ট স্টেটমেন্ট অ্যান্ড হিস্টোরি:
  • আপনি কি আপনার বিল পেমেন্ট স্টেটমেন্ট ডকুমেন্টের একটি কপি রাখতে চান? তাহলে এটি ইমেইল করে দিন এবং আপনার সব বিল স্টেটমেন্ট এর হিসাব রাখুন সহজেই। নিচের দিকের বারে হিস্টোরি সিলেক্ট করুন, এরপর স্টেটমেন্টে যান, প্রয়োজনীয় ফিল্ডগুলা পূরণ করুন এবগ্ন স্টেটমেন্টটি আপনার ইমেইল অ্যাডরেসে ইমেইল করে দিন। আপনি চাইলে স্টেটমেন্টটি ডাউনলোডও করতে পারবেন।
  • হোমপেজের নিচে হিস্টোরি সিলেক্ট করে আপনি আপনার সব ট্র্যানজেকশন হিস্টোরি দেখতে পারবেন।
  • পেন্ডিং বিল্‌স: আপনি জিপে দিয়ে বিল পে করলে এর পর থেকে প্রতিমাসে ওই অ্যাকাউন্ট এর পেন্ডিং বিলগুলো দেখতে পারবেন। আপনি এখান থেকে সরাসরি সিলেক্ট করে বিল পরিশোধ করতে পারেন।
  • প্রিপেইড টোকেন্‌স: প্রিপেইড বিল পরিশোধ করার পর একটি টোকেন জেনারেট হবে। টোকেন নাম্বারটি অ্যাপ থেকে হিস্টোরিতে গিয়ে প্রিপেইড টোকেনে গিয়ে অ্যাক্সেস করা যাবে। আপনি এখান থেকে টোকেন নাম্বারটি কপি ও করতে পারেন।
১২। বিল রিসিপ্ট অটো জেনারেট:
  • পেনেট করার পর আপনি বিল পেমেন্ট রিসিপ্টটি একটি ইমেজ হিসেবে আপনার গ্যালারিতে সেইভ করে রাখতে পারবেন, যা পরবর্তীতে রেকর্ড রাখার জন্য অনেক উপকারী হতে পারে।
১৩। আপনার পিনটি পরিবর্তন করতে:
  • সিকিউরিটির জন্য আপনার পিনটি প্রায়ই পরিবর্তন করা একটি ভাল প্র্যাকটিস। এর জন্য হোমপেইজের নিচ থেকে মেনুতে যান, পুরানো এবং নতুন পিন প্রবেশ করে চেঞ্জ পিন সিলেক্ট করুন। এবার আপনি সহজেই পিন পরিবর্তন করতে পারবেন।
১৪। আপনার বন্ধুকে রেফার করুন:
  • জিপি অ্যাপটি আপনার কাছে ভালো লাগলে আপনি এটি কারো সাথে শেয়ার করতে পারেন। এজন্য মেনুতে গিয়ে রেফার ফ্রেন্ড অপশনটি সিলেক্ট করে আপনার যাকে ইচ্ছে তার সাথে শেয়ার করতে পারবেন।
১৫। কাস্টমার ম্যাসেঞ্জার এর মাধ্যমে চ্যাট করুন:
  • জিপে নিয়ে কোন প্রশ্ন বা কিছু জানার আছে কি? এজন্য মেনুতে যান, চ্যাট উইথ কাস্টমার ম্যানেজার অপশনটি সিলেক্ট করুন এবং নাম ও ফোন নাম্বার প্রবেশ করুন। আপনি এখন কাস্টমার ম্যানেজার এর সাথে কানেক্টেড হবেন এবং যা জানার তা জানতে পারবেন।
১৬। এজেণ্ট লোকেটর:
  • জিপে ব্যালেন্স রিফিল করতে আপনার নিকটস্থ স্টোরে যেতে চান? ওয়ালেট ক্যাশিং মেনু থেকে এজেন্ট লোকেটর সিলেক্ট করুন তারপর লোকেশন এর নাম দিয়ে সার্চ করুন। এছাড়া আপনার জিপিএস অপশনটি অন করে নিকটস্থ রিটেইলার, জিপিসি অথবা জিপিসিএফ এর জন্য সার্চ করেও কাজটি করতে পারেন।
১৭। What’s New পেইজ:
  • এই অপশনটি আপনার হ্যান্ডসেটের নিচের বামপাশে খুজে পাবেন এবং এখানে জিপে এর সাম্প্রতিক লঞ্চ করা অফারগুলো দেখতে পাবেন।
১৮। প্রোফাইল পিকচার সেট করুন:
  • জিপে-তে এখন আপনি আপনার প্রোফাইল পিকচার সেট করতে পারবেন। হোমপেইজের নিচের বার-এ মেনু আইকনে ক্লিক করুন তারপর প্রোফাইল পিকচার আইকনটি সিলেক্ট করুন। এখানে আপনি আপনার পছন্দমত প্রোফাইল পিকচার সেট করতে পারবেন।
১৯। প্রোডাক্ট ক্যাটালগ:
  • এই অপশনটিও মেনু তে থাকছে। এখানে জিপে ওয়ালেট এর ডিটেইল, প্রোডাক্ট পোর্টফোলিও, কাস্টমার প্রসেস (linked with grameenphone.com web site)।
২০। ওয়ালেট ব্যালেন্স অটো রিফ্রেশ:
  • জিপে হোমপেইজের টপ বার-এ আপনি সবসময় আপনার বর্তমান ব্যালেন্স দেখতে পারবেন।
Add to business whats new section
Off
Offer Category
Permanent Offer
Yes
Teaser
Get The Latest Features !
Thumb Image
Useful GPAY App Tricks
Active button
On

About voice & internet service section

নিরবিচ্ছিন্ন ভয়েস ও দ্রুতগতির ইন্টারনেট সার্ভিস উপভোগ করতে আজই জিপি'র সিম কিনুন!

Bangladeshi Young Star

Let’s hear from the young minds who are building the Smart and Progressive Bangladesh

Blog

বিভিন্ন পথ প্রদর্শক ব্যাক্তিত্বরা কিভাবে চিন্তা করছেন তা আরও জানুন। আসুন আরও টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে ইতিবাচক প্রভাব তৈরি করি এবং সচেতনতা ছড়িয়ে দিই!

Contact Us

Contact Us

Grameenphone VoLTE

গ্রামীণফোন VoLTE

গ্রামীণফোন VoLTE হচ্ছে ভয়েস কমিউনিকেশনের ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি। এর মাধ্যমে গ্রাহক 2G বা 3G নেটওইয়ার্ক ব্যবহার না করে সরাসরি 4G  নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কল করতে পারবেন। ভোল্টির সুবিধাগুলোর মধ্যে রয়েছে ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস কোয়ালিটি, দ্রুত কল কানেক্ট করার ক্ষমতা আর দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ।

গ্রামীণফোন VoLTE - এর সুবিধা সমূহ:

ফাস্টেস্ট কল
কানেকশন
কল করার সাথে সাথে দ্রুত কল কানেক্ট হয়ে যাবে
Ultra HD
ভয়েস কল
আল্ট্রা এইচডি ভয়েস কোয়ালিটির কারণে কথা এখন অনেক বেশি পরিষ্কার
একসাথে ভয়েস কল
ও ইন্টারনেট ব্যবহারএখন ভয়েস এবং ইন্টারনেট সার্ফিং সম্ভব একসাথে, fastest 4G নেটওয়ার্কে
দীর্ঘস্থায়ী ব্যাটারি
পারফর্মেন্স
হ্যান্ডসেটের ব্যাটারি চার্জ অনেক কম খরচ হয় তাই ব্যাটারির চার্জ থাকে আরও বেশি
 

গ্রামীণফোন VoLTE সার্ভিসটি ব্যবহার করতে যা প্রয়োজন

 
4 জি কভারেজ
4 জি সিম
VoLTE এনাবল্ড হ্যান্ডসেট
আপডেটেড ওএস
এনাবল সুইচ


 

Grameenphone VoLTE Header Section

গ্রামীণফোন VoLTE

গ্রামীণফোন VoLTE হচ্ছে ভয়েস কমিউনিকেশনের ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি। এর মাধ্যমে গ্রাহক 2G বা 3G নেটওইয়ার্ক ব্যবহার না করে সরাসরি 4G নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কল করতে পারবেন। ভোল্টির সুবিধাগুলোর মধ্যে রয়েছে ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস কোয়ালিটি, দ্রুত কল কানেক্ট করার ক্ষমতা আর দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ।

গ্রামীণফোন VoLTE - এর সুবিধা সমূহ:

Ultra HD ভয়েস কল

দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফর্মেন্স

ফাস্টেস্ট কল কানেকশন

একসাথে ভয়েস কল ও ইন্টারনেট ব্যবহার

What kind of solution are you looking for? Select all that apply

HOME 4g card section

লাইফ এক্সপেরিয়েন্স করুন 4G স্পীডে!

  • Buffer-ফ্রি স্ট্রিমিং
  • Smooth গেমিং
  • Super Fast ডাউনলোড/ আপলোড
  • HD ভিডিও কলিং


আরও দেখুন

GPAY কিভাবে কাজ করে?

 

GPAY কিভাবে কাজ করে?

GPAY ব্যবহারের ক্ষেত্রে, গ্রাহকগণ অ্যাপ স্টোর/গুগল স্টোর থেকে GPAY মোবাইল অ্যাপ ডাউনলোড এবং এই অ্যাপটির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। গ্রাহকগণ চাইলে যেকোনো মোবাইল হ্যান্ডসেট থেকে *৭৭৭# ডায়াল করে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে, গ্রাহকগণ উপরে উল্লিখিত যেকোনো সার্ভিসের বিল পরিশোধ করতে পারবেন। GPAY ওয়ালেট রিফিল করতে গ্রাহকগণ তাদের ব্যাংক অ্যাকাউন্ট (রকেট, এবি ব্যাংক, ইসলামি ব্যাংক) অথবা যেকোনো মোবিক্যাশ আউটলেট ব্যবহার করতে পারবেন।
 

                                              GPAY Easy Registration

Step 1Step 2Step 3Step 4Step 5  

Internet pack accordions

নিজেই তৈরি করুন আকর্ষণীয়প্ল্যান এবং দারুন সব সেভিংস উপভোগ করুন। শুধুমাত্র জিপি কাস্টমার এর জন

সাধারণ তথ্যাবলী 

  • মাইজিপি অ্যাপ, USSD, MFS, IVR, কাস্টমার সার্ভিস, জিপি ওয়েবসাইট ও যেকোনো অনুমোদিত রিটেইল ও ডিজিটাল চ্যানেলের মাধ্যমে ইন্টারনেট প্যাকগুলো সক্রিয় করা যাবে
  • যেকোনো ইন্টারনেট প্যাকের অটো-রিনিউ বন্ধ থাকবে (BS প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহক ছাড়া)। প্যাকেজ চলাকালীন অথবা পরে গ্রাহক অটো-রিনিউ অন করতে পারবেন।
  • প্যাকেজ অ্যাক্টিভেশনের পর অটো-রিনিউ চালু/বন্ধ করতে ভিজিট করুন MyGP-তে অথবা ডায়াল করুন *121*3#
  • ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *121*1*4#
  • মেয়াদ শেষ হওয়ার পর (ভলিউম বা ভ্যালিডিটি) প্রতিটি ইন্টারনেট প্যাকের সর্বোচ্চ PayGo চার্জ হবে ৬.৯৫ টাকা (ভ্যাট, এসডি এবং এসসি সহ)
  • গ্রাহক যদি মেয়াদ থাকাকালীন পুনরায় একই ক্যাম্পেইন প্যাক ক্রয় অথবা অটো রিনিউ করেন তবে অব্যবহৃত ইন্টারনেট ভলিউম নতুন ক্রয়কৃত ইন্টারনেট ভলিউমের সাথে যোগ হবে।
  • ইন্টারনেট প্যাকেজ বাতিল করতে ডায়াল করুন *121*3041#
  • উচ্চতর গতির ইন্টারনেট উপভোগ করার জন্য গ্রাহকদের 4G/5G সক্ষম ফোন এবং 4G সিম থাকতে হবে৷
  • হ্যান্ডসেট, ওয়েবসাইট পরিদর্শন করা, BTS থেকে দূরত্ব, দিনের সময় ইত্যাদির উপর নির্ভর করবে গতি
  • ইন্টারনেট স্পিড চেক করতে ভিজিট করুন http://www.speedtest.net (ডাটা চার্জ প্রযোজ্য)
  • প্যাক ক্রয়ের সময় পূর্বের সাবস্ক্রিপশন ফি বা ইমার্জেন্সি ব্যালেন্স ফি প্যাক বা অফার ক্রয়ের জন্য রিচার্জ করা অ্যামাউন্ট থেকে কেটে নেওয়া হবে। সেক্ষেত্রে আপনার সিলেক্ট করা ইন্টারনেট প্যাক বা অফার চালু না-ও হতে পারে

Alphaneumeric ID GBValidityPrice (MRP)USSD
GPD240117C0.49128*121*3128#
GPD240119C1.5138*121*3238#
GPD240120C2156*121*3056#
GPD240119D1.5369*121*3069#
GPD240121D2.53108*121*3288#
GPD240122D33118*121*3188#
GPD240118A1.07129*121*3129#
GPD240119A1.57148*121*3148#
GPD240124A7 (1GB/Day)7179*121*3179#
GPD240120A27198*121*3198#
GPD240121A2.57229*121*3229#
GPD240122A37249*121*3249#
GPD240123AUninterrupted daily Data Package, FUP of Maximum 512kbps after 5GB7269*121*3269#
GPD240116B0.2930199*121*3199#
GPD240117B0.4930298*121*3297#
GPD240118B1.030399*121*3370#
GPD240124B30 (1GB/Day)30499*121*3444#
GPD240119B1.530549*121*3549#
GPD240120B230649*121*3649#
GPD240121B2.530749*121*3749#
GPD240122B330849*121*3849#
GPD240123BUninterrupted daily Data Package, FUP of Maximum 512kbps after 5GB30998*121*3999#
GPD240118C1.0129Scratch Card
GPD240118D1.0349Scratch Card
GPD240116A2.29729Scratch Card
GPD240117A0.49748Scratch Card
GPD240054X25Valid Till Y-20391049*121*3017#
GPD240054X50Valid Till Y-20391649*121*3318#
GPD240054X75Valid Till Y-20392149*121*3319#

Know More About VoLTE

VoLTE (Voice over LTE) হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে 4G স্পীডে ভয়েস কল করা যায়। এছাড়াও গ্রাহকরা দ্রুততর কল সেটআপ টাইমের মাধ্যমে HD কোয়ালিটি সম্পন্ন একেবারে পরিষ্কার ভয়েসের অভিজ্ঞতা নিতে পারবেন। VoLTE -এর মাধ্যমে গ্রাহকেরা ভয়েস কলের সময়েও 4G নেটওয়ার্কের অন্তর্ভুক্ত থাকেন এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই হাই-স্পীড 4G ইন্টারনেটের অভিজ্ঞতা নিতে পারেন। VoLTE এর কল চার্জ একেবারে 3G ভয়েস কল চার্জের মতোই হবে। এতে বাড়তি কোনো ইন্টারনেট চার্জ নেই।

HD ভয়েস কল: কথাগুলো এতোটাই পরিষ্কারভাবে শোনা যায় যে, মনে হয় যেন কথোপকথনগুলো পাশাপাশি বসেই করা হচ্ছে। দ্রুততর কল কানেক্ট: সাধারণ কলের চাইতে কল সেটআপ টাইম অধিক দ্রুততর। দক্ষ মাল্টি-টাস্কিং: এখন আপনার 4G ইন্টারনেট সেশন ব্যাহত হওয়া ছাড়াই কল করতে পারবেন। উন্নত ব্যাটারি লাইফ: ইন্টারনেট সেশন এবং কলের সময়ে ব্যাটারি ড্রেইন কম হবে।

VoLTE সার্ভিসটি উপভোগ করতে চাইলে কলার এবং রিসিভার দুজনকেই নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করতে হবে:

  • USIM/4G SIM সিমটি 4G/3G/2G (অটো) হিসেবে “নেটওয়ার্ক মোড” -এর সাথে এটি SIM স্লটে ব্যবহার করতে হবে।
  • VoLTE সাপোর্ট করে এমন হ্যান্ডসেট লাগবে এবং ফোনে VoLTE অপশনটি চালু করতে হবে।
  • জিপি 4G কাভারেজে থাকতে হবে।
  • আপনার হ্যান্ডসেট প্রস্তুতকারীর আপগ্রেড করা অপারেটিং সিস্টেম সফ্‌টওয়্যার থাকতে হবে।

আমাদের সাম্প্রতিক সমাজে অবদানের খবর সম্পর্কে আরও জানুন….

আমাদের কাজগুলি কীভাবে সমাজকে প্রভাবিত করছে এবং ব্যক্তির জীবনে পরিবর্তন আনছে সে সম্পর্কে আরও জানুন

MyGP Services

Simple

Fast

Personalized

MyGP Services page options

সমস্ত নতুন ড্যাশবোর্ড আপনার প্রয়োজন মতো করা হয়েছে

নতুন ড্যাশবোর্ডগুলো আপনাকে একাউন্ট ব্যালেন্স এর সাথে ইন্টারনেট,টকটাইম এবং এসএমএস ব্যালেন্স সব একসাথে দেখতে সাহায্য করে ।

preview

এক্সপ্লোর

মাইজিপিতে এক্সপ্লোর একটি নতুন সেকশন যেখানে আপনি লাইভ খেলাধুলা, সিনেমা, নাটক, গেম, আবহাওয়া, সংবাদ এবং আরও অনেক কিছু একসাথে দেখতে পারবেন ।

preview

ফ্লেক্সিপ্ল্যান দিয়ে নিজেই তৈরি করুন নিজের অফার

এখন আপনার সমস্ত প্রিয় বান্ডেল অফারগুলি ফ্লেক্সিপ্ল্যান ব্যবহার করে তৈরি করুন এবং শুধুমাত্র মাইজপিতেই উপভোগ করুন ১০% ইন্টারনেট বোনাস ।

preview

অফারগুলি আবিষ্কার করুন নতুন ভাবে

শুধুমাত্র আপনার জন্য তৈরি অফার এবং প্যাকগুলি খুঁজে পাবেন সহজেই । এছাড়াও , আপনি মাইজিপি থেকে আপনার প্রিয় প্যাকগুলি কিনে পেতে পারেন ১০% ইন্টারনেট বোনাস এবং একসাথেই জিতুন জিপি পয়েন্ট ।

preview

জিপি পয়েন্ট দিয়ে জিতুন ফ্রি ইন্টারনেট এবং এসএমএস

মাইজিপি থেকে প্যাক কিনলেই পাবেন জিপি পয়েন্টস। এই জিপি পয়েন্টস দিয়ে বিনামূল্যে পাবেন ইন্টারনেট এবং এসএমএস প্যাক।

preview

h3>আপনার জিপি অ্যাকাউন্ট এবং সার্ভিসগুলো ম্যানেজ করুন সহজেই

আপনার প্যাকেজ প্ল্যান, হিস্টোরি এবং অ্যাকাউন্ট ব্যালেন্স নিয়ন্ত্রণ করুন সহজেই । সহজেই ম্যানেজ করুন এফএনএফ, ওয়েলকাম টিউন, এবং মিসড কল এলার্ট এর মতো সার্ভিসগুলো । আপনি আপনার অন্য মোবাইল একাউন্টের ৩ টি মোবাইল নম্বর এবং সর্বাধিক ১৫ টি পর্যন্ত আইওটি ডিভাইস লিঙ্ক করতে পারবেন এবং যার সাহায্যে প্যাকেজ প্ল্যান এবং অন্যান্য প্রয়োজনীয় সার্ভিস সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন ।

preview

Our Commitment

Our commitment is to do business in a responsible way that helps to create value for its people, shareholders and society as well as empower and sustain the world for generations to come

Our Partners

Our four Value Drivers

Be the leading customer centric technology provider to unleash the potential of Bangladesh and continue growing shareholder value

STAR Privileges

স্টার গ্রাহকের বিশেষ সুবিধা

  • ক সেবায় অগ্রাধিকার

    আপনার সমস্যা, অভিযোগের দ্রুত সমাধান করা হয়

  • ফ্রি সিম রিপ্লেসমেন্ট

    সম্পূর্ণ বিনামূল্যে আপনার সিম রিপ্লেসমেন্ট করুন

  • জিপিসি তে অগ্রাধিকার

    সেবা পেতে টোকেন সংগ্রহ বা লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই

mygp app page features block

সহজ
দ্রুত
পার্সোনাল

mygp app page options

সমস্ত নতুন ড্যাশবোর্ড আপনার প্রয়োজন মতো করা হয়েছে

নতুন ড্যাশবোর্ডগুলো আপনাকে একাউন্ট ব্যালেন্স এর সাথে ইন্টারনেট,টকটাইম এবং এসএমএস ব্যালেন্স সব একসাথে দেখতে সাহায্য করে ।

preview

এক্সপ্লোর

মাইজিপিতে এক্সপ্লোর একটি নতুন সেকশন যেখানে আপনি লাইভ খেলাধুলা, সিনেমা, নাটক, গেম, আবহাওয়া, সংবাদ এবং আরও অনেক কিছু একসাথে দেখতে পারবেন ।

preview

ফ্লেক্সিপ্ল্যান দিয়ে নিজেই তৈরি করুন নিজের অফার

এখন আপনার সমস্ত প্রিয় বান্ডেল অফারগুলি ফ্লেক্সিপ্ল্যান ব্যবহার করে তৈরি করুন এবং শুধুমাত্র মাইজপিতেই উপভোগ করুন ১০% ইন্টারনেট বোনাস ।

preview

অফারগুলি আবিষ্কার করুন নতুন ভাবে

শুধুমাত্র আপনার জন্য তৈরি অফার এবং প্যাকগুলি খুঁজে পাবেন সহজেই । এছাড়াও , আপনি মাইজিপি থেকে আপনার প্রিয় প্যাকগুলি কিনে পেতে পারেন ১০% ইন্টারনেট বোনাস এবং একসাথেই জিতুন জিপি পয়েন্ট ।

preview

জিপি পয়েন্ট দিয়ে জিতুন ফ্রি ইন্টারনেট এবং এসএমএস

মাইজিপি থেকে প্যাক কিনলেই পাবেন জিপি পয়েন্টস। এই জিপি পয়েন্টস দিয়ে বিনামূল্যে পাবেন ইন্টারনেট এবং এসএমএস প্যাক।

preview

আপনার জিপি অ্যাকাউন্ট এবং সার্ভিসগুলো ম্যানেজ করুন সহজেই

আপনার প্যাকেজ প্ল্যান, হিস্টোরি এবং অ্যাকাউন্ট ব্যালেন্স নিয়ন্ত্রণ করুন সহজেই । সহজেই ম্যানেজ করুন এফএনএফ, ওয়েলকাম টিউন, এবং মিসড কল এলার্ট এর মতো সার্ভিসগুলো । আপনি আপনার অন্য মোবাইল একাউন্টের ৩ টি মোবাইল নম্বর এবং সর্বাধিক ১৫ টি পর্যন্ত আইওটি ডিভাইস লিঙ্ক করতে পারবেন এবং যার সাহায্যে প্যাকেজ প্ল্যান এবং অন্যান্য প্রয়োজনীয় সার্ভিস সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন ।

preview