শর্তাবলী:
- পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।
- স্ট্রিমিংয়ের জন্য প্রয়োজনীয় ইন্টারনেট অফারে অন্তর্ভুক্ত নয়।
- অফারটি Skitto ছাড়া সকল গ্রামীণফোন গ্রাহকদের জন্য প্রযোজ্য।
- ৪০টি SMS যেকোনো অপারেটরের জন্য। ২ দিন মেয়াদ।
- গ্রাহকরা প্রিয়তমা মুভির অ্যাক্সেস পাচ্ছে ১৫ দিনের জন্য।
- ১৫ দিনের মধ্যে, গ্রাহকরা যতবার খুশি মুভিটি দেখতে পারবেন।
- অটো রিনিউয়াল ফিচারটি এক্ষেত্রে প্রযোজ্য নয়।
- প্যাক কেনার সময় 'বিকাশ বা কার্ড দিয়ে পেমেন্টের ক্ষেত্রে' পূর্বের অপরিশোধিত সাবস্ক্রিপশন ফি বা ইমার্জেন্সি ব্যালেন্স রিচার্জকৃত টাকা থেকে কেটে নেওয়া হবে। সেক্ষেত্রে আপনি যে অফার বেছে নিয়েছেন তা সক্রিয় নাও হতে পারে।
- ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকরা যতবার ইচ্ছা ততবার এই অফারটি নিতে পারবেন।
- প্যাকের মেয়াদ শেষ হওয়ার পর (ভলিউম বা বৈধতা) সর্বাধিক SMS চার্জ ০.৩৩৩১ টাকা (SD+VAT+SC সহ) প্রযোজ্য হবে।
- এসএমএস প্যাকের সমস্ত শর্তাবলী এখানেও প্রযোজ্য হবে।