গ্রাহকদের জন্য ডিজিটাল সুবিধা ও প্রযুক্তিগত অন্তর্ভুক্তি বাড়াতে গ্রামীণফোন নিয়ে এলো বিশেষ ০% EMI ক্যাম্পেইন—সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত কিস্তিতে পছন্দের স্মার্টফোন কেনার সুযোগ। শুধুমাত্র গ্রামীণফোন গ্রাহকেরা Eastern Bank PLC (EBL) ক্রেডিট কার্ড ব্যবহার করে Samsung, Xiaomi (Mi), VIVO, OPPO ফোন কিনতে পারবেন এক্সট্রা কোনো ইন্টারেস্ট ছাড়াই। এসব ব্র্যান্ডসহ মাল্টি-ব্র্যান্ড রিটেইলার গ্যাজেট অ্যান্ড গিয়ার (G&G)-এ পাওয়া যাবে বিভিন্ন মডেলের ফোন।
ব্র্যান্ড | ০% EMI-এর সময়কাল | আউটলেটের লোকেশন ও যোগাযোগের নম্বর |
Samsung | ২৪ মাস পর্যন্ত |
হটলাইন: ০৮০০০-৩০০৩০০ (টোল ফ্রি), |
OPPO | ২৪ মাস পর্যন্ত |
হটলাইন: +৮৮০৯৬১০৯৯৭৭৯১ |
VIVO | ২৪ মাস পর্যন্ত |
|
Mi (Xiaomi) | ৬ মাস পর্যন্ত |
|
Gadget & Gear (G&G) | ২৪ মাস পর্যন্ত |
হটলাইন: +৮৮০৯৬৭-৮৬৬৬৭৭৭ |
Outlet addresses and contacts: Click Here
অফারটি যেভাবে পাবেন: গ্রাহকদের ব্র্যান্ড আউটলেটে গিয়ে তাদের গ্রামীণফোন নম্বর থেকে থেকে GPEBL লিখে 29000 নম্বরে SMS পাঠিয়ে প্রাপ্ত রিপ্লাইটি আউটলেট প্রতিনিধিকে দেখাতে হবে।
অফারের মেয়াদ: ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত
শর্তাবলী:
· সব গ্রামীণফোন গ্রাহক এই অফারটি নিতে পারবেন।
· শুধুমাত্র ইন-স্টোর ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য।
· গ্রাহককে GPEBL লিখে 29000 নম্বরে SMS পাঠাতে হবে এবং রিপ্লাই SMS আউটলেট প্রতিনিধিকে দেখাতে হবে।
· এই বিশেষ EMI কেবলমাত্র অফার চলাকালীন সময়ে EBL ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটায় প্রযোজ্য।
· ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রামীণফোন গ্রাহক যতবার খুশি ততবার এই অফার উপভোগ করতে পারবেন।
· অফারটি শুধুমাত্র স্মার্টফোন ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য।
· গ্রামীণফোন এবং EBL যেকোনো সময় অগ্রিম নোটিশ ছাড়াই অফার পরিবর্তন বা বাতিল করার অধিকার রাখে।
নতুন EBL ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে ভিজিট করুন:
https://forms.gle/HgfUNJ1zWqXP8Xi18