ফ্রি জীবন বীমা সেবা এপ্রিল ১৫, ২০২৩ থেকে বন্ধ হবে।
সমস্ত মূল্যবান গ্রামীণফোন গ্রাহকদের জানানো হচ্ছে যে নিচে উল্লিখিত নির্ভয়-ফ্রি জীবন বীমা সেবা ১৫ এপ্রিল, ২০২৩ থেকে বন্ধ হবে। ভবিষ্যতে আরও আকর্ষণীয় সেবা সরবরাহ করার জন্য গ্রামীণফোন আপনাদের অপেক্ষায় আছে। আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
নির্ভয় - ফ্রি জীবন বীমা
সম্মানিত গ্রাহকদের জন্য ই.বি. সলিউশন লিমিটেড এবং প্রগতি লাইফ এর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে গ্রামীণফোন নিয়ে এলো লাইফ ইন্স্যুরেন্স প্রডাক্ট 'নির্ভয়'। জিপি নেটওয়ার্কে ন্যুনতম খরচ করে সম্মানিত গ্রাহক/তার পরিবারকে জীবনের ঝুঁকির নিরাপত্তা দেওয়াই নির্ভয় এর উদ্দেশ্য। গ্রামীণফোন গ্রাহকের মাসিক রিচার্জ/ব্যবহারের উপর নির্মিত একটি ফ্রি লাইফ ইন্স্যুরেন্স ‘নির্ভয়’।
লাইফইন্স্যুরেন্সকী:
ইন্স্যুরেন্স অর্থ সুরক্ষা। ইন্স্যুরেন্স আপনার এবং আপনার পরিবারের বিপদ বা ক্ষতির বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করে। আমরা প্রতিদিন বিভিন্ন বিপদের মুখোমুখি হয়ে থাকি যেমন স্বাস্থ্য সমস্যা, সম্পত্তির ক্ষতি, মৃত্যু ইত্যাদি যেসব কারণে আমাদের পরিবার ও প্রিয়জন খুব ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে। ইন্স্যুরেন্স করা ব্যক্তি কভারেজ অ্যামাউন্ট পরিশোধ করার মাধ্যমে তার পরিবার/প্রিয়জনকে সুরক্ষিত রাখতে পারেন।
মাসিক রিচার্জ/ব্যবহার ভিত্তিক নির্ভয় জীবন বীমা প্রপোজিশন নিম্নরূপ:
পূর্ববর্তীক্যালেন্ডারমাসেরিচার্জ (প্রিপেইড)/ব্যবহার
(পোস্টপেইড) (মাস১)
ফ্রিলাইফইন্সুরেন্সকাভারেজ
(ক্যালেন্ডারমাস২)
<১৫০ টাকা
কাভারেজ নেই
<১৫০-২৪৯ টাকা
১০,০০০ টাকা
২৫০-৩৪৯ টাকা
২০,০০০ টাকা
৩৪৯-৪৯৯ টাকা
৩০,০০০ টাকা
৫০০ টাকার অধিক
৫০,০০০ টাকা
১লা এপ্রিল ২০২৩ তারিখ থেকে নতুন নিবন্ধন প্রক্রিয়াটি বাতিল করা হবে। এপ্রিল মাসের জন্য সমস্ত শর্ত পূর্ণ করলে, ৩১শে মার্চ ২০২৩ পর্যন্ত নিবন্ধিত সকল গ্রামীণফোন গ্রাহক কেবলমাত্র এই সুবিধাটি পেতে পারবেন (তাদের পূর্বের মাসের রিচার্জ (প্রিপেইড) / ব্যবহার (পোস্টপেইড) ভিত্তিতে)।
ইন্স্যুরেন্সসুবিধাশুরুরতারিখওমেয়াদ:
- প্রিপেইড গ্রাহকদের রিচার্জের পরিমাণের উপর ভিত্তি করে এবং পোস্টপেইড গ্রাহকদের আগের মাসে ব্যবহারের পরিমাণের উপর ভিত্তি করে ইন্সুরেন্স কভারেজের জন্য এলিজিবিলিটি নির্ধারণ করা হবে
- প্রতি মাসে ১৫০ টাকা বা তার বেশি রিচার্জ/ব্যবহার করেই উল্লিখিত তালিকা অনুযায়ী গ্রাহক এই সুবিধা পাবেন
- গ্রাহকরা যে মাসে রেজিস্ট্রেশন করবে, সেই মাসের প্রথম দিন থেকে ক্যালেন্ডার মাসের শেষ দিনের লোকাল টকটাইম ব্যবহারের উপর পরবর্তী মাসের প্রথম দিন থেকেই মাসের শেষ দিন পর্যন্ত ইন্স্যুরেন্সের আওতায় থাকবেন। এই নিয়ম পরবর্তী মাসসমূহের জন্য প্রযোজ্য হবে
- গ্রাহকদের প্রতিমাসে এসএমএস এর মাধ্যমে তাদের ইন্স্যুরেন্স-এর মেয়াদ জানানো হবে
- একবার রেজিস্ট্রেশন সম্পন্ন করলে সিম কার্ডের রেজিস্ট্রেশন বাতিল না করা পর্যন্ত রেজিস্ট্রেশন মেয়াদ চলবে (আজীবন)
- যদি কোনো মাসে রিচার্জ ১৫০ টাকার কম হয়, তবে পরবর্তী মাসের জন্য কোনো ইন্স্যুরেন্স কাভারেজ প্রযোজ্য হবে না
- পোস্টপেইড গ্রাহকদের জন্য মাসিক ব্যবহার ক্যালেন্ডার মাসের উপর ভিত্তি করে গণনা করা হবে
- যদি কোনো গ্রাহকের একাধিক গ্রামীণফোন মোবাইল নম্বর ইন্স্যুরেন্স এর জন্য রেজিস্ট্রেশন করা থাকে তবে ঐ গ্রাহকের ক্ষেত্রে সর্বোচ্চ ১,০০,০০০ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স পরিশোধ করা হবে
ক্লেইমসেটেলমেন্টপদ্ধতি:
- ইন্স্যুরেন্সকৃত কোনো গ্রাহক মারা গেলে নমিনি কর্তৃক মৃত্যু দাবি আবেদনপত্র পূরণ করে সকল প্রয়োজনীয় তথ্যাদি গ্রাহকের মৃত্যুর ১২০ দিনের মধ্যে নিকটস্থ গ্রামীণফোন সেন্টারে জমা দিতে হবে। ইন্স্যুরেন্স দাবির সাথে নিম্নের কাগজপত্র জমা দিতে হবে:
- গ্রাহকের মৃত্যু সনদপত্র
- মৃত গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের কপি
- নমিনির জাতীয় পরিচয়পত্রের কপি
- সিমের বৈধ রেজিস্ট্রেশন পেপারস যার অধীনে ইন্সুরেন্স রেজিস্ট্রেশন করা ছিল (ইন্সুরেন্স ব্যবহারকারীকে অবশ্যই তার গ্রামীণফোন নম্বর/সিমের নিবন্ধিত মালিক হতে হবে)
- দাবিদার এবং বীমাকৃতের মধ্যে সম্পর্ক নিশ্চিত করে সরকার জারি করা নথি যেমন জন্ম নিবন্ধন, বিবাহের সার্টিফিকেট ইত্যাদি
- সঠিকভাবে পূরণকৃত ক্লেইম ফরম (ক্লেইম ফরম গ্রামীণফোন সেন্টারে পাওয়া যাবে)
- কাগজপত্র যাচাই এর পর ৭ কার্য দিবসের মধ্যে দাবী পরিশোধ করা হবে