ফেব্রুয়ারি ভাষার মাস। এই মাসে আমরা উদযাপন করি ভাষা, উদযাপন করি নিজেকে প্রকাশ করার স্বাধীনতা। কিন্তু বাংলাদেশের লাখো মানুষ, যারা বাক ও শ্রবণ প্রতিবন্ধী, তাদের মুখের কোন ভাষা নেই। ভাষা নেই বলে কি তারা নিজেদের ভাব প্রকাশ করতে পারে না? পারে, তারাও নিজস্ব ভাষায় কথা বলতে পারে যেখানে তারা ইশারা বা অঙ্গভঙ্গির মাধ্যমে কথা বলে। কিন্তু আমাদের আশেপাশে কতজন মানুষ এই ভাষাটা জানে? যারা বাক ও শ্রবণ প্রতিবন্ধী তারা কি চাইলেই সমাজের বাকি সবার সাথে কথা বলতে পারেন?
গ্রামীণফোন বিশ্বাস করে প্রতিটি মানুষই সমান এবং প্রত্যেকেরই স্বাধীনভাবে কথা বলার ও নিজেকে প্রকাশ করার অধিকার রয়েছে। নিজেকে প্রকাশ করার মধ্যে থাকে অপরিসীম সম্ভাবনা। কথা বলার মাধ্যমে আমরা অনেক দারুণ কিছু করে ফেলতে পারি। এজন্যই আমরা প্রত্যেকের কাছে হাই স্পীড মোবাইল ইন্টারনেট পৌঁছে দেবার চেষ্টা করি। আর ইন্টারনেট যদি সাথে থাকে, একটু চেষ্টা করলেই প্রত্যেকে সাইন ল্যাঙ্গুয়েজ বুঝতে ও শিখতে পারে এবং পৃথিবীটাকে তাদের জন্য আরও সহজ করে তুলতে পারে।
আপনি যদি বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের সহজ যোগাযোগের জন্য আমাদের এই প্রচেষ্টাকে জরুরী মনে করেন এবং এর অংশ হতে চান, তাহলে সহজ কিছু সাইন ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়াল দেখে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা শিখছি, চাইলে আপনিও শিখে নিতে পারেন।