এই পবিত্র রমজান মাসে সম্মানিত গ্রাহকদের পবিত্র নগরী মক্কা’র সাপ্তাহিক জুম্মার নামাজের খুতবার বাংলা অনুবাদ শোনার সুযোগ করে দিতে পেরে গ্রামীণফোন লিমিটেড আনন্দিত। গ্রামীণফোন গ্রাহকরা জিপি’র ইসলামিক ইনফরমেশন IVR ২২২০০ ডায়াল করে পবিত্র নগরী মক্কার জুম্মার নামাজের খুতবার বাংলা অনুবাদ শুনতে পারবেন। পবিত্র রমজান মাসের প্রতি শুক্রবার রাতে সাপ্তাহিক জুম্মার খুতবার অনুবাদ আপডেট করা হবে, যা পরবর্তী ৭ দিন গ্রাহকরা শুনতে পারবেন। দুইটি অপশনের মাধ্যমে গ্রাহকরা এই সার্ভিসটি নিতে পারবেন। সাবস্ক্রাইব করা গ্রাহকরা ২.৬৭ টাকা/দিন রেটে এবং সাবস্ক্রাইব না করা গ্রাহকরা ০.৬০ টাকা/মিনিট কল রেটে সার্ভিসটি নিতে পারবেন। IVR-এ একজন ইসলামিক স্কলারের সাথে কনভার্সেশন ছাড়া অন্য সকল সার্ভিসের জন্য এই মূল্য (ভ্যাট, এসডি, এসসি-সহ) প্রযোজ্য হবে।
সার্ভিসটিতে নেভিগেট করতে ২২২০০ ডায়াল করার পরে গ্রাহককে ১ প্রেস করে সাবস্ক্রাইব করতে হবে বা ৩ প্রেস করে সাবস্ক্রাইব না করার অপশন বেছে নিতে হবে। তারপর ১ প্রেস করে বিশেষ ব্যবস্থায় গ্রাহক ইসলামিক কনটেন্টের অ্যাক্সেস পাবেন এবং খুতবা শুনতে গ্রাহককে ৮ চাপতে হবে।