Covid 19 ইন্স্যুরেন্স কাভারেজ, ওয়েলকাম টিউন সাবস্ক্রিপশনের সাথে
১। অফারটি নিতে ডায়াল *২৫৬৭৬#
২। অফার মূল্য: ৯৪.২৬/- টাকা
৩। ওয়েলকাম টিউনের সাবস্ক্রিপশনের মেয়াদ ৩ মাস এবং ইন্স্যুরেন্স কাভারেজের মেয়াদ ১ মাস। ওয়েলকাম টিউন জুন ২০২০ থেকে চালু হবে এবং ইন্স্যুরেন্স কাভারেজ ওয়েলকাম টিউন অফার চালু করার পরবর্তী দিন থেকে প্রযোজ্য হবে।
৪। মে ২০২০ – জুন ২০২০ পুরুষ ও মহিলা উভয় সাবস্ক্রাইবারদের জন্য ইন্স্যুরেন্স কাভারেজ প্রযোজ্য হবে।
৫। সাবস্ক্রাইবারদের জন্য ইন্স্যুরেন্স দাবি করার জন্য যা আবশ্যক: বয়স ১৮-৬০ হতে হবে, শুধুমাত্র IEDCR দ্বারা সনাক্তকৃত covid19/করোনা রোগী হসপিটালাইজেশনের ক্ষেত্রে এই ইন্স্যুরেন্স কাভারেজ পাবেন, হসপিটালাইজেশন সর্বোচ্চ ১০ দিনের জন্য প্রযোজ্য
৬। ইন্স্যুরেন্স পাবার জন্য গ্রামীণফোন সিমটি ভোটার আইডি দ্বারা রেজিস্টার্ড হতে হবে
৭। অফারটি ERS ব্যতীত সকল গ্রামীণফোন প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।