জিপে ব্যবহারকারীরা জিপে ওয়ালেট ব্যবহার করে AKASH DTH সার্ভিস চার্জ এখন যেকোনো সময় যেকোনো স্থান থেকে অন্যান্য যেকোনো সার্ভিস চার্জে পে করতে পারবেন। এছাড়াও গ্রাহকগণ AKASH DTH-এর সকল সার্ভিস চার্জ এবং মাসিক বিল গ্রামীণফোন অথোরাইজড বিলপে রিটেইল শপ এও পরিশোধ করতে পারবেন।
কভারেজ:
ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা
কাস্টমার USSD মেনু:
জিপে ওয়ালেট-এর USSD মেনু ব্যবহার করে AKASH DTH সাবস্ক্রিপশন চার্জ পরিশোধ করতে: