শর্তাবলী:
- গ্রাহক পাবেন ৪০০ মিনিট (জিপি-যেকোনো লোকাল অপারেটর), ১৫ জিবি ইন্টারনেট (বোনাসসহ)
- ক্রয়ের তারিখ থেকে ৩০ দিন প্যাকটির মেয়াদ থাকবে
- এই অফারটি পেতে এলিজিবল গ্রাহকদের ঠিক ৫৯৮ টাকা রিচার্জ অথবা ডায়াল করতে হবে *১২১*৫৯৮#
- ক্রয়কৃত প্যাকের মিনিট/এসএমএম ‘জিপি-যেকোনো লোকাল অপারেটরে’ কল করার জন্য ব্যবহার করা যাবে
- প্যাকের মেয়াদ শেষে যদি একজন গ্রাহকের কোনো অবশিষ্ট মিনিট ও ইন্টারনেট থাকে, তাহলে তা আর ব্যবহার করা যাবে না; যদি কোনো গ্রাহক মেয়াদ থাকাকালীন পুনরায় প্যাকটি ক্রয় করেন তাহলে অব্যবহৃত মিনিট ও ইন্টারনেট ক্রয়কৃত নতুন প্যাকের সাথে যোগ হবে এবং মেয়াদ বাড়ানো হবে।
- মেয়াদ শেষ হলে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে (ভলিউম ও ভ্যালিডিটি) সর্বোচ্চ PayGo রেট ৬.৯৫ টাকা (ভ্যাট, এসডি এবং এসসি-সহ) কাটা হবে
- গ্রাহক যদি মেয়াদ থাকাকালীন একই প্যাক পুনরায় ক্রয় করেন তবে অব্যবহৃত মিনিট এবং রেগুলার-ইন্টারনেট ভলিউম নতুন ক্রয়কৃত মিনিট ও ইন্টারনেট ভলিউমের সাথে যুক্ত হবে
- এই প্যাকে বোনাস ভলিউম অন্তর্ভুক্ত (এসএমএস ব্যতীত) যার মেয়াদ বৃদ্ধি পাবে না
- প্যাক ক্রয়ের সময় 'বিকাশ বা কার্ডের মাধ্যমে পেমেন্ট'-এর জন্য যেকোনো পূর্বের সাবস্ক্রিপশন ফি বা ইমার্জেন্সি ব্যালেন্স ইউজেস, প্যাক কেনার জন্য রিচার্জ করা অ্যামাউন্ট থেকে কেটে নেওয়া হবে; সেক্ষেত্রে এই প্যাকটি চালু নাও হতে পারে
- অবশিষ্ট মিনিট ও ইন্টারনেট ব্যালেন্স চেক করতে গ্রাহককে *১২১*১*২# ডায়াল করতে হবে
- ‘জিপি-যেকোনো লোকাল অপারেটরে’ বলতে দেশের ভেতর যেকোনো নেটওয়ার্কে কল করা বোঝানো হয় (জিপি-জিপি, জিপি-অন্য মোবাইল অপারেটর, জিপি-পিএসটিএন ও জিপি-আইপিটিএসপি) যার মধ্যে কোনো শর্ট কোডে করা কল অন্তর্ভুক্ত নয়; এই মিনিট ইমার্জেন্সি ব্যালেন্স, কল ডাইভার্ট/কল ফরোয়ার্ড ট্যারিফের ক্ষেত্রে প্রযোজ্য নয়; কল ডাইভার্ট/ফরোয়ার্ড সুবিধাটি চালু থাকাকালীন রেগুলার প্রোডাক্ট প্যাকেজ এর ট্যারিফ প্রযোজ্য হবে।
- মেইন অ্যাকাউন্ট/রিচার্জ এর মেয়াদ শেষ হয়ে গেলে, এই প্যাকের ব্যবহার সাময়িকভাবে স্থগিত থাকবে
- ওটিটি প্ল্যাটফর্ম Hoichoi এবং Chorki-এর সাবস্ক্রিপশন পাবেন। এই ওটিটি প্ল্যাটফর্মগুলির সাবস্ক্রিপশনের মেয়াদ এই প্যাকের মেয়াদ পর্যন্ত থাকবে
- কাস্টমার যে মোবাইল নম্বর থেকে প্যাকগুলো ক্রয় করবেন সেই মোবাইল নম্বর ব্যবহার করেই সার্ভিসে লগইন করতে হবে।
- কনটেন্ট কিউরেশন কনটেন্ট প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল; গ্রামীণফোন শুধু ইন্টারনেট কানেক্টিভিটি ও এক্সেস নিয়ন্ত্রণ করে।
- এই প্ল্যাটফর্মগুলির কন্টেন্ট ব্রাউজ এবং উপভোগ করার জন্য ডেটা ভলিউম ব্যবহার করা হবে।
- কনটেন্ট উপভোগ করতে গ্রাহককে সংশ্লিষ্ট ওয়েবসাইট ভিজিট করতে হবে। এসব কনটেন্টগুলো মাইজিপি থেকেও দেখা যাবে।
- ভয়েস কলের জন্য ১০ সেকেন্ড পাল্স প্রযোজ্য
- মূল্য SD, VAT এবং SC সহ
- অটো রিনিউ ফিচার প্রযোজ্য এই প্যাকটির জন্য। অটো রিনিউ চালু করতে ডায়াল করুন *১২১*৪৪৫৫# এবং বন্ধ করতে ডায়াল *১২১*৪৪৫৬#; মাইজিপি অ্যাপ থেকেও অটো রিনিউ করা যাবে।
- এই অফারটি skitto গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়