গ্রামীণফোন-এর সম্মানিত সকল প্রিপেইড গ্রাহকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রিচার্জের মেয়াদ ২রা মে ২০২৪ থেকে পুনঃনির্ধারণ করা হচ্ছে।
রিচার্জের মেয়াদ:
রিচার্জের উপর ভিত্তি করে নিম্নলিখিত মেইন অ্যাকাউন্টের মেয়াদ:
রিচার্জের পরিমাণ | মেইন একাউন্ট মেয়াদ |
---|---|
২০ - ৪৯ | ৩৫ দিন |
৫০ – ১৪৯ | ৪৫ দিন |
১৫০ – ২৯৯ | ৬৫ দিন |
২৯৯ + | ৩৯৫ দিন |
- রিচার্জের মেয়াদ শুধুমাত্র প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।
- রিচার্জ এর মেয়াদ রিচার্জের দিন থেকে শুরু হবে ।
- অন্য যেকোনো শর্ত অপরিবর্তিত থাকবে।