80 min & 3.5 GB (including bonus) 7 days at 149tk
- এই বান্ডেল অফারটি পেতে এলিজিবল গ্রাহকদের ঠিক ১৪৯ টাকা রিচার্জ অথবা ডায়াল করতে হবে *১২১*৩২৪৯#
- বান্ডেল প্যাকের মিনিট/এসএমএস ‘জিপি-যেকোনো লোকাল অপারেটরে’ কল করার জন্য ব্যবহার করা যাবে
- বান্ডেল প্যাকের মেয়াদ শেষে যদি একজন গ্রাহকের কোনো অবশিষ্ট মিনিট ও ইন্টারনেট থাকে, তাহলে তা আর ব্যবহার করা যাবে না; যদি কোনো গ্রাহক মেয়াদ থাকাকালীন পুনরায় প্যাকটি ক্রয় করেন তাহলে অব্যবহৃত মিনিট ও ইন্টারনেট ক্রয়কৃত নতুন প্যাকের সাথে যোগ হবে এবং মেয়াদ বাড়ানো হবে
- মেয়াদ শেষ হওয়ার পর (ভলিউম বা ভ্যালিডিটি) প্রতিটি ইন্টারনেট প্যাকের সর্বোচ্চ PayGo চার্জ হবে ৬.৯৫ টাকা (ভ্যাট, এসডি এবং এসসি সহ)। PayGo অপশনটি বন্ধ করতে ভিজিট করুন মাইজিপি অথবা ক্লিক করুন https://mygp.li/np73e
- গ্রাহক যদি মেয়াদ থাকাকালীন একই প্যাক পুনরায় ক্রয় করেন তবে অব্যবহৃত মিনিট এবং রেগুলার ইন্টারনেট ভলিউম নতুন ক্রয়কৃত মিনিট ও ইন্টারনেট ভলিউমের সাথে যুক্ত হবে
- এই প্যাকে বোনাস ভলিউম অন্তর্ভুক্ত (এসএমএস ব্যতীত); বোনাস ভলিউম এর মেয়াদ শেষ হলে তা ক্রয়কৃত প্যাকের ভলিউম এর সাথে যুক্ত হবে না
- প্যাক ক্রয়ের সময় 'বিকাশ বা কার্ডের মাধ্যমে পেমেন্ট'-এর জন্য যেকোনো পূর্বের সাবস্ক্রিপশন ফি বা ইমার্জেন্সি ব্যালেন্স ইউজেস, প্যাক কেনার জন্য রিচার্জ করা অ্যামাউন্ট থেকে কেটে নেওয়া হবে; সেক্ষেত্রে এই বান্ডেল প্যাকটি চালু নাও হতে পারে
- অবশিষ্ট মিনিট ও ইন্টারনেট ব্যালেন্স চেক করতে গ্রাহককে *১২১*১*২# ডায়াল করতে হবে
- ""জিপি-যেকোনো লোকাল অপারেটরে"" বলতে দেশের ভেতর যেকোনো নেটওয়ার্কে কল করা বোঝানো হয় (জিপি-জিপি, জিপি-অন্য মোবাইল অপারেটর, জিপি-পিএসটিএনও জিপি-আইপিটিএসপি) যার মধ্যে কোনো শর্ট কোডে করা কল অন্তর্ভুক্ত নয়; এই মিনিট ইমার্জেন্সি ব্যালেন্স, কল ডাইভার্ট/কল ফরোয়ার্ড ট্যারিফের ক্ষেত্রে প্রযোজ্য নয়; কল ডাইভার্ট/ফরোয়ার্ড সুবিধাটি চালু থাকা কালীন রেগুলার প্রোডাক্ট প্যাকেজ এর ট্যারিফ প্রযোজ্য হবে
- মেইন অ্যাকাউন্ট/রিচার্জ এর মেয়াদ শেষ হয়ে গেলে, এই বান্ডেল প্যাকের ব্যবহার সাময়িকভাবে স্থগিত থাকবে
- ভয়েস কলের জন্য ১০ সেকেন্ড পাল্স প্রযোজ্য
- মূল্য SD, VAT এবং SC সহ
- অটো রিনিউ ফিচার প্রযোজ্য। অটো রিনিউচালু করতে ডায়াল *১২১*৪৪৫৫# এবং বন্ধ করতে ডায়াল *১২১*৪৪৫৬# মাইজিপি অ্যাপ থেকেও অটো রিনিউ চালু কিংবা বন্ধ করা যাবে
- এই অফারটি skitto গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়"
- ইন্টারনেট ও কম্বো প্যাক আইডি দেখতে ক্লিক করুন