এখনই সময় পরিবর্তনের, এখনই সময় এগিয়ে যাওয়ার। আমাদের চারপাশে ছড়িয়ে আছে অমিত সম্ভাবনার নানান সুযোগ। ইন্টারনেটের মাধ্যমে সেইসব সুযোগকে দারুণ সব সাফল্যের গল্পে রূপান্তরিত করার এখনই সময়। আমরা চাইলে যেকোনো জায়গা থেকে এখনই বিশ্বের যেকোনো প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করতে পারি। এখনই পেতে পারি যেকোনো তথ্য, যেকোনো সেবা। একই সাথে এখনই আমরা ছড়িয়ে দিতে পারি আমাদের ভাবনাকেও।
বর্তমানে ইন্টারনেটভিত্তিক উন্নত যোগাযোগ ব্যবস্থা ছড়িয়ে গিয়েছে দেশজুড়ে। দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সবখানে ছড়িয়ে গিয়েছে দেশের সবচেয়ে শক্তিশালী ফোরজি নেটওয়ার্ক। শুধু তাই নয়, বাংলাদেশের গভীর সমুদ্রেও শক্তিশালী ফোরজি নেটওয়ার্ক সার্ভিস পৌঁছে দিচ্ছে গ্রামীণফোন। পুরো বাংলাদেশজুড়ে বিস্তৃত গ্রামীণফোনের প্রতিটি টাওয়ার এখন ফোরজি টাওয়ার! এখন পাহাড়ে, সমতলে, দুর্গম হাওরে, মোটকথা দেশের কোণায় কোণায় গ্রামীণফোনের অসংখ্য ফোরজি টাওয়ার নিরবচ্ছিন্ন রেখেছে দেশের সবচেয়ে শক্তিশালী ফোরজি নেটওয়ার্ক সার্ভিস। তাই এখন মানুষের সাথে মানুষের দূরত্ব এখন শুধুমাত্র একটা ট্যাপ বা ডায়ালের। বাংলাদেশের যেকোনো জায়গা থেকেই পরিচালনা করাযাচ্ছে অনলাইন বিজনেস। গ্রামে বসেই কেউ অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মের মাধ্যমে শিখতে পারছেন। মোটকথা, গ্রামীণফোন ফোরজি নেটওয়ার্কের শক্তিকে কাজে লাগিয়ে দেশের যেকোনো জায়গা থেকে এখনই পৌঁছে যাওয়া যাচ্ছে নিজেদের লক্ষ্যে। আর অপেক্ষা নয়, নয় কোনো দ্বিধা। আমাদের সব চাওয়া, সব স্বপ্নকে সম্ভব করতে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার এখনই সময়।
সিমটি 4G কিনা যাচাই করতে ডায়াল করুন *121*3232#
ডিভাইস কিনুন
4G সিম কিনুন
4G ইন্টারনেট অফার
জিজ্ঞাসিত প্রশ্নাবলী:
4G হলো সবচেয়ে উন্নত প্রযুক্তি, এটি উন্নত নেটওয়ার্কের মাধ্যমে আপনাকে দিবে সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেট সুবিধা। জিপি 4G-তে আপনি যা যা পাচ্ছেন-
- দ্রুত গতির ব্রাউজিং
- উন্নতমানের ডাউনলোড/আপলোড গতি
- ল্যাটেন্সি হ্রাস পাবে- বাফার টাইম কমে যাওয়ার ফলে পেজ লোড হতে সময়ও লাগবে কম।
- উন্নত নেটওয়ার্কের অভিজ্ঞতা
4G সিম গ্রাহকদের দিচ্ছে 4G মোবাইল নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা। একটি সাধারণ সিম দিয়ে আপনি গ্রামীণফোনের 2G ও 3G সেবাগুলো ব্যবহার করতে পারবেন। কিন্তু 4G সিম দিয়ে আপনি পাবেন 2G ও 3G এর বদলে 4G নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা।
আপনার গ্রামীণফোন সিমটির জন্য এখানে ক্লিক করুন অথবা যোগাযোগ করুন নিকটস্থ গ্রামীণফোন সেন্টারে। সিম পরিবর্তনের জন্য সম্মানিত গ্রাহকদের ২৫০টাকা প্রদান করতে হবে (গ্রামীণফোন স্টার গ্রাহকরা এই সেবাটি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে গ্রামীণফোন সেন্টার থেকে)। সিম পরিবর্তনের সময় সিমের গায়ে U/4G লেখা আছে কিনা তা নিশ্চিত হয়ে নিন।
আপনার সিমটিতে 4G কিনা তা জানতে ডায়াল করুন *১২১*৩২৩২# নাম্বারে। এছাড়াও সিম পরিবর্তনের সময় সিমের গায়ে U/4G লেখা আছে কিনা তা নিশ্চিত হয়ে নিন।
অবশ্যই হ্যাঁ, 4G নেটওয়ার্কের বিভিন্ন ধরনের সুবিধা উপভোগ করার জন্য 4G সাপোর্টিভ মোবাইল ফোন প্রয়োজন। তবে এক্ষেত্রে যেসব মোবাইলে 4G সুবিধা নেই সেসব মোবাইল হ্যান্ডসেটেও 4G সিম চালানো যাবে কিন্তু সেক্ষেত্রে 4G নেটওয়ার্কের সুবিধাগুলো উপভোগ করতে পারবেন না।
কোন আইওএস ভার্সনটি অ্যাপল থেকে 4G আপডেট পাবে?
আপনার অ্যাপল ডিভাইসটি (আইফোন ও আইপ্যাড) কমপক্ষে ১১.৩ ভার্সনের হতে হবে, তাহলে আপনি OTA পুশ পাবেন যা আপনাকে আপনার হ্যান্ডসেটে 4G পেতে সহায়তা করবে।
কোন অ্যাপল ডিভাইসগুলো আইওএস ভার্সনের জন্য উপযুক্ত?
আইফোনঃ
iPhone XS Max, iPhone XS, iPhone X, iPhone 8, iPhone 8 Plus, iPhone 7, iPhone 7 Plus, iPhone 6s, iPhone 6s Plus, iPhone 6, iPhone 6 Plus, iPhone SE, iPhone 5s
আইপ্যাডঃ
iPad 12.9-inch iPad Pro 2nd generation, 12.9-inch iPad Pro1st generation; 10.5-inch iPad Pro, 9.7-inch iPad Pro iPad Air 2, iPad Air, iPad 5th generation, iPad mini 4, iPad mini 3, iPad mini 2
আইপডঃ
iPod touch 6th generation
আমি কোন আইওএস ভার্সনে আছি তা কিভাবে চেক করবো?
এই প্রক্রিয়াটি অনুসরণ করুনঃ সেটিংস-জেনারেল-এবাউট-ভার্সন ১১.২.৫
সর্বশেষ আইওস ভার্সনে কিভাবে আপডেট করবো?
তার জন্য এই প্রক্রিয়াটি অনুসরণ করুন- সেটিংস-জেনারেল-সফটওয়্যার আপডেট- এই প্রক্রিয়াটি অনুসরণের সময় অবশ্য খেয়াল রাখবেন যেনো আপনার ডিভাইসটি ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত থাকে এবং ব্যাটারিতে ৫০% চার্জ মজুদ থাকে।
অ্যাকটিভ 2G/3G সিম 4G-তে রিপ্লেস করে গ্রাহকরা উপভোগ করতে পারবেন: রিপ্লেসমেন্টের ৩০ দিনের মধ্যে *121*3087# ডায়াল করে গ্রাহক পাবেন ৭ দিন মেয়াদ (অ্যাক্টিভেশন + ৬ দিন) সহ ফ্রি 5GB 4G ইন্টারনেট। এই অফারটি শুধু একবার নেওয়া যাবে। এই অফারটি কোনো ইনঅ্যাকটিভ 3G সিম থেকে 4G সিম রিপ্লেসমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই 4G ইন্টারনেট ব্যবহারের জন্য গ্রাহকের একটি 4G সিম, একটি 4G এনেবল্ড হ্যান্ডসেট থাকার পাশাপাশি তাকে 4G কভারেজ এরিয়ায় থাকতে হবে৷
গ্রাহকরা কীভাবে এই অফারটি পেতে পারেন?
গ্রাহকরা, যারা 3G সিম ব্যবহার করছেন, তারা 4G সিম কনভার্ট/রিপ্লেস করার পরে শুধুমাত্র একবার *121*3087# ডায়াল করে এই বোনাসটি পাবেন।
গ্রাহকের অব্যবহৃত ইন্টারনেট পরবর্তী প্যাকে যোগ হবে কি?
অব্যবহৃত ইন্টারনেট ভলিউম পরবর্তীতে ব্যবহার করা যাবে না।
গ্রাহকের অব্যবহৃত ইন্টারনেট পরবর্তী প্যাকে যোগ হবে কি?
অব্যবহৃত ইন্টারনেট ভলিউম পরবর্তীতে ব্যবহার করা যাবে না।
এই অফারটি কতবার নেওয়া যাবে?
সিম রিপ্লেসমেন্টের ৩০ দিনের মধ্যে এই অফারটি শুধুমাত্র একবার নেওয়া যাবে। রিপ্লেসমেন্টের ৩০ দিন পরে গ্রাহকরা এই অফারটি নিতে পারবেন না।
গ্রাহকরা কীভাবে ব্যালেন্স চেক করতে পারবেন?
গ্রাহকরা *121*1*4# ডায়াল করে ব্যালেন্স চেক করতে পারবেন।
এই অফারটি নেওয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী?
- গ্রাহকরা শুধুমাত্র তাদের 3G সিমকে 4G সিমে কনভার্ট করার পরেই এই অফারটি পাওয়ার জন্য এলিজিবল হবেন
- রিপ্লেসমেন্টের ৩০ দিন পর গ্রাহকরা অফারটি নিতে পারবেন না
- যে সকল গ্রাহক তাদের 3G সিমকে 4G সিমে কনভার্ট করেছেন ক্যাম্পেইন শুরুর তারিখের (২৫ জানুয়ারী, ২০২২) আগে তারা এই অফারের জন্য এলিজিবল হবেন না৷
- যে সকল গ্রাহক তাদের 4G সিমটি নতুন 4G সিমে রিপ্লেস করবেন তারা অফারটির জন্য এলিজিবল হবেন না
- যে সকল গ্রাহক একবার নতুন অফারটি নিয়েছেন তারা এটি দ্বিতীয়বার নিতে পারবেন না